মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলার প্রতিবাদে রহনপুর পৌর মেয়রের সংবাদ সম্মেলন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।

১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রহনপুর পৌর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রহনপুর পৌর পরিষদ।

এ সময় লিখিত বক্তব্যে পৌর মেয়র মতিউর রহমান খান জানান,‘ বাদী নাজমা বেগমের দায়েরকৃত মামলা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। পৌর ইমারত আইন লংঘন করে বাদী পৌরসভার জায়গায় বাড়ি নির্মান করলে পৌর কর্তৃপক্ষ তাতে বাধা দেয় এবং তিনবার এ বিষয়ে বাদীকে লিখিত নোটিশও দেয়া হয়। কিন্তু আইন অমান্য করে বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় এবং মালামাল জব্দ করায় আদালতে মামলা দায়ের করেন বাদী নাজমা বেগম। এ নিয়ে গত ৭ ফেব্রুয়ারী আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে পৌর মেয়র মতিউর রহমান খানসহ ২৫ জনকে। পরে জামিনে মুক্ত হয় পৌর মেয়র।

এ সময় সংবাদ সম্মেলনে পৌর মেয়র আরও বলেন, প্রাতিষ্ঠানিক কাজ করতে গিয়ে এ মামলায় আমিসহ আমার ছোট ভাই, ভগ্নিপতি, ভাগ্নে, প্রধান শিক্ষকসহ ২৫জনকে আসামী করা হয়েছে। যা ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত। এ অবস্থার প্রতিকারসহ পৌর ইমারত আইন ২০০৯ এর ধারা ৩৫ ও ৩৬(৩) বাস্তবায়নে আগামীতে পৌর নাগরিকদের সহযোগিতাও কামনা করেন পৌর মেয়র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র জাহানারা পারভিন, পৌর কাউন্সিলরবৃন্দ, সচিব খাইরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য; গত ৭ ফেব্রুয়ারি বাদী নাজমা বেগমের মামলায় পৌর মেয়র, কাউন্সিলরসহ ২৫ জনকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে আদালত। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ জনতা। এছাড়াও তাদের জামিনের দাবি ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, পৌর কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি, বনিক সমিতির উদ্যোগে দোকানপাট বন্ধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে স্থানীয় জনগন।

পোস্টটি শেয়ার করুন