‘মুক্তিযুদ্ধে নাচোল: পূর্বাপর রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ‘মুক্তিযুদ্ধে নাচোলঃ পূর্বাপর রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটির রচিয়তা নাচোলের কৃতি সন্তান সাবেক অতিরিক্ত সচিব আপেল মাহমুদ।

মঙ্গলবার ১৪ জুন বিকেল ৪ টায় নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড.আবদুল খালেক।

এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আহসান আলী, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সুধীজন।

পোস্টটি শেয়ার করুন