

গোমস্তাপুর প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক বই পড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার নাজির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন ,বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন,
প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, গোমস্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ সাত্তার,ছাত্রী আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় তাসমিনা খাতুন ইলা প্রমুখ।
বিজ্ঞান কুইজ ৯ জন, বিজয় দিবস রচনা প্রতিযোগিতা ২৪ জন, বই পড়ে মূল্যায়ন প্রতিযোগিতায় শিক্ষক ৩০ জন, শিক্ষার্থী ৩৩ জন, বিজ্ঞান মেলায় সিনিয়র জুনিয়র বিশেষ ক্যাটাগরিতে তিন প্রতিষ্ঠান ৯ জন, দেয়ালিকা ৩ জন, জাতীয় সংগীত প্রতিযোগিতায় ৩ জন, ১৭ ই মার্চ উপলক্ষে ৯ জুন, চরমপত্র পাঠ প্রতিযোগিতার ৯ জন, বিজ্ঞান অলিম্পিয়াড অংশগ্রহণকারী ১০ জন, সান্তনা পুরস্কার ৫ জন সহ আরো বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫৪ জনকে পুরস্কার প্রদান করা হয়।