

নিজস্ব প্রতিবেদকঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে ১ কোটি গাছ লাগানোর ঘোষণা বাস্তবায়নে চাঁপাই নবাবগঞ্জে বৃক্ষরোপণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান।
বৃহস্পতিবার নবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাটের জোসনারা ফাউন্ডেশনের কার্যালয়ের বাগানে বৃক্ষরোপণে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদর অাসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।
এসময় প্রায় ৬০ টি ছোট ও বড় জাতের গাছ লাগানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান আনন্দ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান পরশ,জোসনারা অটো রাইস মিলের পরিচালক মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলস এর এমডি আব্দুর রাকিব,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ ।