মুজিব শতবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষরোপণ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ১ কোটি বৃক্ষরোপণ ঘোষণা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি অাল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য-নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ঘোষনা অনুযায়ী মুজিব শতবর্ষে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আগামী তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো। সারাদেশে ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সময়ের মধ্যে কমপক্ষে ৩ টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণ করার নির্দেশনা দেয়া হয়েছে।’
বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য এসময় আরো বলেন, ‘দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিববর্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছি আমরা। তিন মাস ব্যাপী এই উদ্যোগ চলমান আছে। আমাদের সাংগঠনিক ইউনিট গুলোও কাজ করে যাচ্ছে। এমন উদ্যোগ চলমান থাকবে।’
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“মুজিব শতবর্ষের অাহবান,তিনটি করে গাছ লাগান ” স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব শতবর্ষে তিন মাসব্যাপী কর্মসূচি অনুযায়ী সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ করে যাচ্ছে।
সেই সাথে করোনা মহামারী মোকাবিলায় দেশব্যাপী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ছাত্রলীগ।

পোস্টটি শেয়ার করুন