

মুজিব শতবর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ।
অাজ সকালে বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাঙ্গণসহ অাশে পাশের বিভিন্ন স্থানে ১০০টি বিভিন্ন জাতের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ডিসি ফুড, মানবিক কর্মকর্তা হিসেবে খ্যাত মোঃ সেফাউর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ- মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোলায়মান খান সুজন, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা নিউটন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মেজবা অালম সহ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
“মুজিব শতবর্ষের অাহবান,তিনটি করে গাছ লাগান ” স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুজিব শতবর্ষে তিন মাসব্যাপী কর্মসূচি অনুযায়ী সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ বৃক্ষরোপণ করে যাচ্ছে।