

নিজস্ব প্রতিবেদকঃ মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ করেছে চাঁপাই নবাবগঞ্জ জেলা যুবলীগ।
শনিবার সকালে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি-২০২০- অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান “স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাই নবাবগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসময় বলেন,’পর্যায়ক্রমে তিন মাসব্যাপী বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ করা হবে।।’
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিক,যুব লীগ নেতা রাকিব, জহির সহ যুব লীগ নেতা কর্মী বৃন্দ।