

ট্রিবিউন ডেস্কঃ ভাষাসৈনিক, সাবেক আমলা ও মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মন থেকে দেশকে ভালোবাসতেন। তিনি নিজের কর্মময় আলোয় আলোকিত হয়ে থাকবেন আজন্মকাল।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ এক শোক বিজ্ঞপ্তিতে উপরোক্ত মন্তব্য করেন।
সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রেরিতে শোক বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মুহিত চাইলে আরো ভালো কাজ করতে পারতেন, নিরপেক্ষতার প্রমাণ রাখতে পারতেন, নীতির আরো অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করতে পারতেন, কিন্তু আওয়ামী লীগের একটি কুচক্রি মহলের কারণে নিরপেক্ষতার পরিবর্তে কেবল দলবাজি করে অর্থনীতিকে ধ্বংস করেছেন। তবুও এমন অর্থনীতি সচেতন নাগরিক ও সাবেক মন্ত্রীর এই চলে যাওয়ায় আমরা অপরিসীম ক্ষতিগ্রস্থ হয়েছি বলেই বিশ্বাস করি। একই সাথে তাঁর বিদেহ আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।