মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ডা: অর্ণা জামানের নির্বাচনী মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে ২০, ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের মহিলাদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।
আজ শনিবার বিকেল ৫ টায় শাহমখদুম কলেজ প্রাঙ্গনে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ অর্ণা জামান বলেন, কর্মসংস্থান আমাদের সারা দেশে প্রয়োজন। এত বেকার যুবকের সংখ্যা বেড়েছে! আমরা কখনো চাইনা যে আমাদের যুবক ভাই বোন বা যারা আছেন তারা মাদকে আসক্ত হোক। তারা যেন মাদকের কাছ থেকে দুরে থাকে ‘সেটার জন্য আমাদের কর্মসংস্থান দরকার। অনেক মা বোন আছেন যাদের অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, ঝড়ে পড়েছে, পড়াশোনা শেষ করতে পারেনাই, তাদের জন্য যদি গার্মেন্টস এর ব্যাবস্থা করা হয়। আমার বাবার পরিচিত ঢাকার যে ব্যাবসায়ী আছে, বিদেশে যে ব্যাবসায়ী আছে, জাপান চায়না সেই সকল বিদেশিদের সাথে তিনি কথা বলেছিলেন যে আপনারা আমাদের রাজশাহী শহরে যদি একটা গার্মেন্টস করে দেন। ১ টা দিয়ে যদি শুরু করে আমার অনেক গুলা মা বোন যারা পড়াশোনা শেষ করতে পারেননি তাদের চাকরির ব্যাবস্থা হতো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন; জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা শ্রী পরিমল কুমার ঘোষ, সভাপতি মোঃ মারুফ হোসেন, রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত।