মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির গণসংযোগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকে ভোট চেয়ে দিনব্যাপী নগরীর বিভিন্ন স্থানে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ করেছে রাজশাহীস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি।

রবিবার (১১ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত রেল ভবনের কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিগত সময়ের উন্নয়ন কাজ তুলে ধরে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো খায়রুজ্জামান লিটনের নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন জেলা সমিতির নেতৃবৃন্দ।

দুপুরের বিরতির পর পুনরায় বিকেল ৫টা থেকে নগরীর নওদাপাড়া বাজারে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহীর সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানের নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন; বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, জেলা সমিতির সহ-সভাপতি রেজাউল করিম, সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ তাইফুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, অফিস সেক্রেটারি এবিএম আখতারুল ইসলাম, রেলওয়ে পশ্চিম রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোতাহার হোসেন, মেহেদী হাসান, সাদিকুল ইসলাম, মবিন উদ্দিন, নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য সঈদ আলী রেজা, খায়রুল ইসলাম, নায়মুল হক, মুঃ আতিকুর রহমান সুমন, মাহফুজ আলম, অমিত হাসান রাজু, মাহমুদুল হাসান স্নেহ, সিফাত আলীসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

পোস্টটি শেয়ার করুন