

ডেস্ক নিউজ: সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ এর ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব-১২ জানায়, শনিবার ১০ অক্টোবর বিকেল ০৪.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ খায়রুল ইসলাম(পিএসসি) এবং সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,(মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এর নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মেহেরপুর জেলার গাংনী থানাধীন বাঁশবাড়িয়া বাজারে একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন ‘আল্লাহর দল’এর সক্রিয় জঙ্গী সদস্যকে গ্রেফতার করে র্যাব-১২।
গ্রেফতারকৃত আসামী মো: মহিদুল ইসলাম(৩৪),পিতা- মো: মজিরুল ইসলাম ও মো:পাপন মোল্লা(২৭),পিতা-মো: আব্দুস সালাম। উভয়েই মেহেরপুর জেলার সদর থানার খোকসা শেখপাড়া গ্রামের।তাদের নিকট হতে ০৩টি উগ্রবাদী জিহাদী বই, ১১ টি জিহাদী লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জঙ্গি রা দীর্ঘদিন যাবত মেহেরপুর জেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ এর কাজের সাথে লিপ্ত আছে। তাহারা নতুন সদস্য সংগ্রহ, তাদের মাঝে লিফলেট বিতরন ও নিয়মিত চাদাঁ প্রদান করে থাকে।
পরবর্তীতে তার বিরুদ্ধে মেহেরপুর জেলার গাংনী থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২) এর (ই),(ঈ) /১০/১২/১৩ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।