যথাযোগ্য মর্যাদায় গোমস্তাপুরে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে আলোচনা সভা, অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও ছাগল বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার ৮ আগস্ট উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে স্মৃতিচারন মূলক আলোচনা সভা ও অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন।

স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে কুলসুম।

আরো বক্তব্য রাখেন- রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমাস আলি সরকার. উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাওসার আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম প্রমুখ।

আলোচনা সভা শেষে অসহায় দুঃস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং ৬ জন অসহায় মহিলার মাঝে ২ হাজার টাকা বিতরণ করা হয়।
এছাড়া, এ উপলক্ষে তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) তথ্য কেন্দ্র গোমস্তাপুর দোয়া খায়েরের আয়োজন করা হয়।

এছাড়াও অগ্রদূত বাংলাদেশ এর উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের ক্ষমতায়নে ছাগল বিতরণ করা হয়।

এদিকে, শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন