যথাযোগ্য মর্যাদায় গোমস্তাপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ ও অংগ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। 

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমা খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) শামছুল আজম, গোমস্তাপুর থানার (ওসি) আলমাস আলী সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলামসহ অন্যরা।

এছাড়া গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, সাধারন সম্পাদক জামাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও গোমস্তাপুর উপজেলার সকল ইউনিয়ন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

পোস্টটি শেয়ার করুন