নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচীর সূচনা হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে মুক্তিযোদ্ধ সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রাশাসনসহ বিভিন্ন সংগঠনের পুস্পস্তবক অর্পণ এবং সকল সরকারি আধা-সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮ টায় ডা. আ. আ. ম, মেসবাহুল হক স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পাইরা উড়ান জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব এসময় পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কুচকাওয়াজের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলক ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জোলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গনি জোহা, সাধারণ সম্পাদক ফায়জার রহমান কনক, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, পৌরসভার প্যানেল মেয়র আরমান আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, কৃষক লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল,সাধারণ সম্পাদক রতন সিদ্দিকী প্রমুখ।
এছাড়াও, বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে।