নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়েছে।
মহান বিজয় দিবসের সকালে সূর্যোদয় অন্তে রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালী নিয়ে রাজশাহী কলেজ রাজশাহী কলেজের শহীদ মিনারের পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর জেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন সমূহের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
পরে নগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন নেতাকর্মীরা।
মহান বিজয় দিবসের গৃহীত কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমানুল হাসান দুদু এবং পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
এসময় আরো উপস্থিত ছিলেন; জেলা আওয়ামী লীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণাসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি – সাধারণ সম্পাদকবৃন্দ।