যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের টিকেট কালোবাজারি নিয়ন্ত্রন সম্ভব নয়

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২২

রাজশাহী প্রতিনিধি: যাত্রীদের সহযোগিতা ছাড়া রেলের টিকেট কালোবাজারি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।কারন যাত্রীবেশে টিকিট কালোবাজারি হচ্ছে এমন অভিযোগ রয়েছে।

প্রতিবেদকের সাথে একান্ত আলাপ চারিতায় পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ-ই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, পশ্চিম রেলে টিকিট কালোবাজারিমুক্ত রেল উপহার দিতে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। রেলে আমূল পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। ট্রনে যাত্রী বাড়ার সঙ্গে সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, বিশেষ করে আচার-আচরণের দিক থেকে পরিবর্তন হতে হবে।রেলের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। এটা নষ্ট করবেন না। শুধু রেলের কর্মকর্তারা এটি রক্ষা করতে পারবে না। আপনাদের এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন,পশ্চিম রেলকে ঢেলে সাজাতে রাতদিন পরিশ্রম ও তদারকি করছি। এখন কালোবাজারি মুক্ত,ধুমপান মুক্ত পরিছন্ন রাজশাহী রেল স্টেশন। যাত্রী সেবায় কোন কারপন্য নাই।

শতভাগ যাত্রী সেবা সম্ভব না হলেও চেষ্টার কমতি নাই। তিনি রাজশাহীসহ পুরে পশ্চিমাঞ্চল রেলকে যাত্রী সেবা বান্ধব করতে সকলের সহযোগিতা কামনা করেন রেলের এই কর্মকর্তা।

পোস্টটি শেয়ার করুন