যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্য হলেন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মুন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন।

শনিবার ১৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা গ্রহণ করেছেন সংগঠনটির নেতারা।

সেই কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইব্রাহিম হোসেন মুন। তিনি ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুঃসময়ে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও পাবনা বেড়া উপজেলার কৃতি সন্তান তিনি।

পোস্টটি শেয়ার করুন