যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পেলেন চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচজন নেতা


নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন চাঁপাই নবাবগঞ্জ জেলার পাঁচজন নেতা। তারা হলেন রফিকুল আলম সৈকত জোয়ার্দার, কামরুল হাসান লিংকন, মুক্তাদির রহমান শিমুল, ইফতেখার ইসলাম সুজন ও ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার।
শনিবার ১৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ঘোষিত কমিটিতে চাঁপাই নবাবগঞ্জ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন রফিকুল আলম সৈকত জোয়ার্দার। তিনি পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে দুই মেয়াদে তিনি সহ-সম্পাদক ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির। ৯০এর দশকের তুখোড় ছাত্রলীগ নেতা সৈকত জোয়ার্দারের বাড়ী চাঁপাই নবাবগঞ্জ নাচোলে।তিনি রাজশাহী কলেজ, জেলা ও মহানগর ছাত্রলীগের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন।
সহ-সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুরের সন্তান কামরুল হাসান লিংকন। তিনি যুবলীগের গত কমিটির সদস্য ছিলেন। তিনিও সাবেক ছাত্রলীগ নেতা।
আরেকজন সহ-সম্পাদক হয়েছেন একেএম মুক্তাদির রহমান শিমুল। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের গত কমিটির সদস্য ছিলেন। তার বাড়ী চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলায়।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার সন্তান ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ ইফতেখার ইসলাম সুজন।
এছাড়াও চাঁপাই নবাবগঞ্জ জেলার আরেকজন কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন। তিনি রুয়েট ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার।