ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী জেলার মোহনপুর উপজেলার অন্তর্গত বাকশিমইল ইউনিয়ন শাখার সভাপতি জিন্নাত আলী হারুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শনিবার ১১ নভেম্বর এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র।
শোক বিবৃতিতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১১ নভেম্বর ঢাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন জিন্নাত আলী হারুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।