চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার রহনপুর মুক্তাশা হল রোড এলাকার আল-হেরা ক্লিনিক থেকে রক্তের গ্রুপের ভুল ফলাফল দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভোলাহাট উপজেলার খালে আলমপুর গ্রামের মোঃ জামসেদ আলীর ছেলে মো হিমেল কবির তার সন্তান সম্ভব্য স্ত্রী মোসাঃ মোস্তারী (৩০) কে চিকিৎসার জন্য রহনপুর মুক্তাশা হল রোড এলাকার আল-হেরা ক্লিনিক এ ডাঃ শরীফা রানী, এম.বি.বি.এস বিবিএস,(স্বাস্থ্য), এমএস (অবস্ এন্ড গাইনী) স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী এর নিকট নিয়ে যায়।
এসময় রোগ নির্ণয়ের জন্য বেশকিছু পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দেন চিকিৎসক। এর পর আল-হেরা ক্লিনিকে পরীক্ষিত রক্তসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার রির্পোট দেখে চিকিৎসা দেন চিকিৎসক। এতে করে দিন দিন রোগী আরো অসুস্থ হওয়ায় ২৮ আগষ্ট শিবগঞ্জ উপজেলার মডার্ন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে ডাঃ মোঃ কামাল উদ্দিন এর নির্দেশনায় পুনরায় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসা সেবা দিয়ে আল-হেরা ক্লিনিকের রিপোর্ট দেখে বলেন, আল-হেরা ক্লিনিকের রির্পোট ভুলের কারণে আপনার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। এতে করে হিমেল কবির ভয় পেয়ে তার স্ত্রীকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ডাঃ আবেদা খাতুন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন এর নিকট চিকিৎসা গ্রহনের ফলে মোস্তারী ধীরে ধীরে সুস্থতা লাভ করে । তিন জায়গার পরীক্ষা নিরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা যায় অন্যান্য ক্লিনিকে রক্তের গ্রুপ বি পজেটিভ। কিন্তু আল-হেরা ক্লিনিকের রক্তের গ্রুপ ও পজেটিভ যা সম্পন্ন ভুল ।
এ ব্যাপারে আল-হেরা ক্লিনিক এর মালিক শওকত আকবর বলেন, রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল এটা সামান্য ব্যাপার। এমন কি প্রতিবেদন প্রকাশ না করতে অনুরোধ জানান তিনি ।
সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ বলেন, এটি দুঃখজনক ঘটনা। এ বিষয়ে (২৮ নভেম্বর) ভুক্তভোগীর স্বামী একটি লিখিত অভিযোগ করছেন। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।