রহনপুরকে ডিজিটাল ও সমৃদ্ধ পৌরসভা গড়ার অঙ্গীকারে নির্বাচনী ইশতেহার নৌকার প্রার্থীর

গোমস্তাপুর প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও নৌকার প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস তার ইশতেহার ঘোষনা করেছেন।
সোমবার ২৫ জানুয়ারি বিকেলে রহনপুর কলোনী মোড়স্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করা হয়।
নির্বাচনী ইশতেহারে রহনপুর পৌরসভাকে ডিজিটাল, মাদকমুক্ত,অবকাঠামো উন্নয়ন,নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। ইশতেহারের ১৪টি বিষয়সহ বিশেষ তিনটি বিষয় তিনি উল্লেখ করা হয়।
তিনি নির্বাচিত হলে ঢাকা -রহনপুর আন্তঃনগর ট্রেন চালু,রহনপুর শহর রক্ষা বাঁধ ও রেলবন্দর বাস্তবায়নে কাজ করবেন বলে জানান।
তিনি আরো বলেন,যে সকল ইশতেহার আমি ঘোষনা করেছি, আমি মেয়র নির্বাচিত হলে এর বাইরেও আরো অনেক উন্নয়ন করবো।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ও মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান ,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার,যুগ্ন সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাসপ্রমুখ।