রহনপুরকে পূর্ণাঙ্গ রেল বন্দর করার দাবি নিয়ে রেলমন্ত্রীর কাছে রেলবন্দর বাস্তবায়ন কমিটি

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনকে পূণাঙ্গ রেল বন্দর রুপান্তরের দাবিতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রেলওয়ে মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার এর সাথে দেখা করেছে রহনপুর পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়ন কমিটি। এসময় তারা দাবির প্রেক্ষিতে স্মারকলিপি প্রদান করে।

১৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় ঢাকার রেল ভবনে তাদের সাথে সাক্ষাৎ করে রহনপুর শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তরিত করতে বক্তব্য তুরে ধরেন রেল বন্দর বাস্তবায়ন কমিটির প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির স্থল বন্দর, সীমান্ত বাণিজ্য, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ও ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটির প্রতিনিধিরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান বলেন ; আমরা রহনপুর শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেলওয়ে বন্দর করলে কর্মসংস্থান সহ অর্থনৈতিক ভাবে কি কি সুবিধা হবে সে বিষয়ে আলোচনা হয়। দেশের বিরাট অর্থনীতিতে অবদান ও কাস্টমের রাজস্ব আয় ও রেল বিভাগের রাজস্ব আয় ৫ থেকে ৭ গুণ বৃদ্ধি পাবে বলে উল্লেখ করে বুঝাবার চেষ্টা করেন। রহনপুর বরেন্দ্র অঞ্চল এখানে কোন শিল্প কারখানার নাই, লক্ষ লক্ষ শিক্ষিত অশিক্ষিত যুবকরা বেকার রহনপুর রেলবন্দর হলে অসংখ্য শিল্প-কারখানা গড়ে উঠবে এবং স্বল্প খরচে কাঁচামাল আমদানি করতে পারবে। এছাড়া বেনাপোল দিয়ে যে এক্সপোর্টের মালামাল যানজটের কারণে দশ পনেরো দিন সময় লেগে যায় ভারতে রপ্তানি করতে সে ক্ষেত্রে রহনপুর রহনপুর পূর্ণাঙ্গ রেলবন্দর হলে, বাংলাদেশী পণ্য তা রেলযোগে রহনপুর থেকে বাংলাদেশী পণ্য রপ্তানি করতে পারবে।

এছাড়া এখানে স্বল্প খরচে আমদানিকৃত কাঁচামাল ভিত্তিক শিল্প-কারখানা গড়ে উঠবে। এ বিষয়টি সরকারকে ভেবে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নেপাল ভুটান ভারত ও বাংলাদেশের যৌথচুক্তি অনুসারে রহনপুর রেলবন্দরে ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানির সিদ্ধান্ত রয়েছে। সরকার, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডএবং সবার সহযোগিতা কামনা করছি।

পোস্টটি শেয়ার করুন