গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের সোনালী অতীত ফিরিয়ে আনতে আন্তঃজেলা মোটরবাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
গোমস্তাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও আসমা খাতুন উদ্বোধনী খেলায় সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন; অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, রহহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ২০-২১ মানবতার সেবায় রহনপুর সংগঠনের সভাপতি ও কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাকির বিশ্বাস, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, অনুষ্ঠানে ধারা ভাষ্যকার ছিলেন সারওয়ার জাহান সুমনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যারের কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্যরা
উদ্বোধনী খেলায় নাটোর জেলা ফুটবলদল বনাম গাইবান্ধা জেলা ফুটবল দল অংশ নেন। নির্ধারীত খেলায় উভয় দল ১-১ গোলে ড্র করেন। পরে ট্রাইব্রেকারে গাইবান্ধা জেলা ফুটবল দল ৪-৩গোলে নাটোর ফুটবল দলকে পরাজিত করেন।
উল্লেখ্য, উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ২০-২১ মানবতার সেবায় রহনপুর সংগঠনের সহযোগিতার এই ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন জেলার ৮টি দল অংশ নিচ্ছে।