রহনপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন মোহাম্মদ আলী সরকার

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান, চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোহাম্মদ আলী সরকার।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৫ অক্টোবর রবিবার নিজ জন্মভূমি রহনপুরের বিভিন্ন পূজামণ্ডপ গুলো তিনি পরিদর্শন করেন।
এই উৎসবে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি পরিদর্শনের সময় বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতাও করেন।

সনাতন ধর্মাবলম্বীরা এই মহা উৎসবের মাঝে নিজেদের সন্তানকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠে।

এসময় মোহাম্মদ আলী সরকার বলেন,রহনপুর আমার জন্মভূমি। আমার শেকড় এখানে।এরকম মহা উৎসবে নিজ জন্মভূমির মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করতেই এসেছি।নিজ জন্মভূমির জনগণের প্রতি, এই মাটির প্রতি সবসময় আত্মার টান কাজ করে।

মোহাম্মদ আলী সরকার একজন স্বনামধন্য ব্যবসায়ী, সমাজসেবক, রাজনীতিবিদ ও দানবীর হিসেবে পরিচিত।
২০১৬ সালে ডিসেম্বরে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন।

পোস্টটি শেয়ার করুন