রহনপুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন পৌর মেয়র

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২০

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেছেন রহনপুর পৌর মেয়র তারেক আহমেদ।

সোমবার বিজয়া দশমীর সকালে পৌর এলাকার বুড়িতলা সার্বজনীন মন্দির, হল পাড়া সার্বজনীন মন্দির, পুরাতন বাজারপাড়া সার্বজনীন মন্দির, শেখপাড়া সার্বজনীন মন্দির ও শ্রী শ্রী শ্যাম রাই দেবোত্তর আখড়া মন্দির প্রদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং পরবর্তীতে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন হল পাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিঠু সরকার, রহনপুর সার্বজনীন দুর্গা মন্দির এর সম্পাদক শ্রী সুরঞ্জন প্রসাদ (টুনটুন), আদিবাসী সমন্বয় পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি শ্রী শুভঙ্কর,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মনোতোষ চক্রবর্তী প্রমুখ।
পরে দশমীতে প্রতিমা বিসর্জনের স্থান দেখে প্রয়োজনীয় সকল কাজের অগ্রগতির দেখে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন