

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার রহনপুরে অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ১১ জানুয়ারি রাতে রহনপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মাদারীপুর ও গোপালগঞ্জ (অতিঃ দাঃ) এর খাদ্য নিয়ন্ত্রক,চাঁপাই নবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ও মানবিক কর্মকর্তা মোঃ সেফাউর রহমানের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
সেফাউর রহমান বলেন,তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন অসহায় মানুষের সেবা করে যাবেন। অত্র অঞ্চলে কোন অসহায় মানুষের সন্ধান থাকলে আমাকে জানান, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সাহয্যের হাত বাড়িয়ে দেবো।
উল্লেখ্য, ২ শত অসহায় ও দুঃস্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য,মানবিক কর্মকর্তা মোঃ সেফাউর রহমান করোনাকালীন সময়ে ধারাবাহিক ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।এলাকার অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকেন সবসময়।
বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর সহযোগিতা অন্যদের জন্য অনুকরণীয়।