

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ গোলাম রাব্বানী বিশ্বাস এর বিরুদ্ধে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মতিউর রহমান খানের মিথ্যা,ভিত্তিহীন সংবাদ পরিবেশন ও নৌকার সমর্থিত কর্মীকে মারধর এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে রহনপুরে উপজেলা প্রেসক্লাবে লিখিত বক্তব্য রাখেন রহনপুর পৌরসভা মেয়র পদে নৌকার প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন,রহনপুর পৌর নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে তৎপর একটি মহল। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান খান আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এছাড়া তিনি তাঁর বক্তব্যে বলেন, ২২ জানুয়ারি রাত ১১:৩০মিনিটে একজন দিনমজুর মোঃ ওমর ফারুক বিপ্লব,পিতাঃ মোঃ আব্দুল কাউম (রবু)মাদ্রাসা পাড়া,রহনপুর, রহনপুর পৌর নির্বাচনে নৌকা প্রতিকের ভোট করায়, স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান খান এর চামচ প্রতীকের কর্মী মাদ্রাসাপাড়ার আতিক, নাদিমসহ অজ্ঞাত সন্ত্রাসীরা কলেজ মোড়ের আতাউরের চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে গোডাউন ঘরে ভরে বেধড়ক মেরে,গুরুতর জখম করে,তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা সহ দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা সহ নির্বাচনের সুস্থ ব্যবস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগারসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।