রহনপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের পক্ষে প্রচারণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:আসন্ন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. গোলাম রাব্বানী বিশ্বাসের পক্ষে জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক এর নেতৃত্বে দিনব্যাপী গণসংযোগ করা হয়।

২৬ জানুয়ারী মঙ্গলবার রহনপুর পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় উন্নয়নের পক্ষে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

ফায়জার রহমান কনক এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক রানাউল করিম,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক টগর মোঃ সালেহ, জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব বরজাহান আলী,জেলা মৎস্যজীবী লীগের নেতা মিনার আহমেদ,সাবেক ছাত্রলীগ নেতা সজীব আহমেদ,নর্থবেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্য নেতাকর্মীরা।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করে যাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন