গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার অন্যতম বিদ্যাপীঠ জ্ঞানচক্র একাডেমির চলতি বছর অংশ নিতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথি ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ।
বক্তব্য রাখেন- রহনপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, স্কুলের পরিচালক প্রভাষক সারওয়ার হাবিব, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাইউম, অভিভাবক শাহাবুদ্দিন প্রমূখ।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরনও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।