গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিষপানকারী এক গৃহবধূর মৃত্যু


গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কীটনাশক বিষপানে আত্মহননের চেষ্টাকারী সোহাগী (৩০) নামে গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মারা যাওয়া ওই গৃহবধূ নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের তহরুলের স্ত্রী।
তার বাবার বাড়ি রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লায়।
শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মূমুর্ষ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সে তার স্বামীর বাড়িতে শনিবার দুপুরে কীটনাশক পান করে। পরিবারের লোকজন জানায়, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক সোহরাব হোসেন জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। রোববার লাশ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন