রহনপুরে তুচ্ছ ঘটনায় মা ও ছেলেকে কুপিয়ে জখম

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সব মেয়েরই স্বপ্ন থাকে অন্তত বিয়ের দিনটা জাঁকজমক ভাবে কাটানোর। কিন্তু সেটি আর সম্ভব হয়নি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লায় তুচ্ছ ঘটনায় এক প্রতিবেশী তার বৃদ্ধ মা ও ভাইকে কুপিয়ে মারাত্মক জখম করেছে।

গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মৃত তাইজুলের ছেলে শামীম জানান, বোনের বিয়েতে আত্মীয় স্বজনদের আগমনকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে বাড়ির সেফটি ট্রাংক পরিষ্কার করার সময় প্রতিবেশী মৃত সৈয়ব আলীর ছেলে একরামুল তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে তাকে ও তার বৃদ্ধ মাকে কুপিয়ে জখম এবং পা ভেঙে ফেলে।এতে তাঁর মা মারাত্মক জখম হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সে বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, এ ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে।

রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল বারীকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন