

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির আহমেদ।
১৮ জানুয়ারি সোমবার বিকেলে রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের স্টেশন বাজার,হুজরাপুর ও পিএম কলেজ এলাকায় নৌকা প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়।
জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি সাব্বির আহম্মেদের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অহেদ নয়ন, সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান করিম মেরাজ,গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ নেতা এন্তাজুল হক, সাব্বির আহমেদ প্রিন্স, ছাত্রলীগ নেতা লাকি, সিয়াম, জিন্নাহ্, রুবেল আলী প্রমুখ।
উল্লেখ্য আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে রহনপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।