

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আগামী ৩০ জানুয়ারি রহনপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের নৌকা প্রতীকের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রহনপুর স্টেশন বাজার নিমতলা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।
৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নৌকার প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস,আলিনগর ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুক্তা, উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া রহমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর,সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ৩০জানুয়ারি রহনপুর পৌর নির্বাচনে এলাকার উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
পথসভা শেষে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে ৫ নং ওয়ার্ডের স্টেশন পাড়া,ডাকবাংলো পাড়া,কেডিসি পাড়া,হঠাৎপাড়া ও ঋষিপাড়ার নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন নৌকার প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস। এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে তিনি রহনপুর কে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে নৌকা মার্কায় ভোট চান।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করে।