

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে পূবালী ব্যাংকের ৫০০তম শাখার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক ব্যবস্থাপক মানবেন্দ্র কুমার মজুমদার।
প্রধান অতিথি ছিলেন;ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপ- মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন; সাবেক সাংসদ ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
বক্তব্য রাখেন; বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ন পরিচালক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট চাল ব্যবসায়ি আনোয়ার হোসেন, শাজাহান আলী জাহান, ফিন্টু মিয়া, খাদেমুল ইসলাম, শিপলু সরকার, ভবন মালিক রুনু মিয়া প্রমুখ।