রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট সফল করতে প্রস্তুতি সভা


ট্রিবিউন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীনতম রেলওয়ে স্টেশন রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দর করার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রহনপুর রেলস্টেশনে ২ ঘন্টা অবস্থান ধর্মঘট সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভার আয়োজন করে রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটি।
প্রস্তুতি সভায় বক্তব্য দেন; সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, সাবেক মেয়র তারিক আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, সাংবাদিক নাহিদ ইসলাম, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম টাইগার, মমিন বিশ্বাস, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের ইয়াহিয়া খান রুবেল।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেল।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।