রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে এবার অবস্থান ধর্মঘট পালন; তীব্র হচ্ছে আন্দোলন
নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের প্রাচীন ও ঐতিহ্যের রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়নের দাবিতে আন্দোলন ধীরে তীব্র হচ্ছে। যোগ দিচ্ছে সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ। একাত্মতা ঘোষণা করে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এবার দাবি আদায়ে দুই ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করেছে রেল বন্দর বাস্তবায়ন কমিটি। অবস্থান ধর্মঘট চলাকালীন শিল্পীরা গণ সংগীত পরিবেশন করে কর্মসূচিকে আরো প্রানবন্ত করে তোলে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত চলে অবস্থান ধর্মঘট। কর্মসূচিতে এসে উপস্থিত হয় তিন উপজেলা (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) র বিভিন্ন শ্রেনী পেশার জনগণ সহ জনপ্রতিনিধি রা। যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। থেমে থেমে চলে রেল বন্দর বাস্তবায়নের দাবিতে স্লোগান ও গণসংগীত। দাবি আদায়ে যেকোন আন্দোলন করতে প্রস্তুত জনগণ বলে জানান উপস্থিত নেতৃবৃন্দ।
অবস্থান ধর্মঘটে অংশ গ্রহণ করেন ; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, বিএনপি নেতা আসাদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, রেল বন্দর বাস্তবায়ন কমিটির নেতা ইয়াহিয়া খান রুবেল, পারভেজ শেখ, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের শাহরিয়ার জামান আনসারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ, রহনপুর ইউসুফ আলী কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা, সাধারণ সম্পাদক মুরসালিন আলীসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।
উল্লেখ্য; দীর্ঘ কয়েকবছর থেকেই পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে যাচ্ছে স্থানীয় জনতা। সম্প্রতি রহনপুর রেল বন্দর আমনুরায় স্থানান্তরের বিষয় উঠে আসলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনগণ।
এর পর থেকেই স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল, ধর্মঘট পালন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে স্থানীয়রা।