রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবিতে অনশন কর্মসূচি পালন

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের অবকাঠামো নির্মাণের দাবিতে এবার আমরণ অনশন শুরু করেছে গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার জনগণ। পরে দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ – ২ আসনের দুই সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাসের অনুরোধে আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারীরা।

আজ ৫ মার্চ শনিবার সকাল ১০টা থেকে রহনপুর রেল ষ্টেশন প্লাটফর্মে এ অনশন কর্মসূচি শুরু করে রেল বন্দর বাস্তবায়ন কমিটির সদস্যরা।

অনশনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে রের বন্দরের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় প্রায় ৩০ জন বীর মুক্তিযোদ্ধাও দাবির সাথে একাত্মতা ঘোষণা করে অবস্থান নেন।  

রেলবন্দরের অবকাঠামো নির্মাণের উদ্যোগ গ্রহন না করা পর্যন্ত তারা অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

অনশন কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মুহাঃ হবিবুর রহমান, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা বাঙ্গাবাড়ী ইউনিয়ন কমান্ডার আব্দুল মান্নান বোয়ালিয়া ইউনিয়নের সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নেজাম উদ্দীন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা কয়েস আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সাবেক মেয়র তারিক আহমদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, মহন্ত মহারাজ শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী প্রমূখ।

পরে দুপুর ২টার দিকে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ-এর ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস এর অনুরোধে অনশন কর্মসূচি স্থগিত করা হয়।

প্রসঙ্গত, রহনপুরে রেলবন্দর বাস্তবায়নের দাবিতে গত ২৪ফেব্রুয়ারি ১ঘণ্টার মানববন্ধন,১ মার্চ বিশাল বিক্ষোভ মিছিল,৩ মার্চ অবস্থান ধর্মঘট পালন করা হয়। 

পোস্টটি শেয়ার করুন