রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়নের দাবিতে এবার আমরণ অনশনের ঘোষণা

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দর বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দাবি আদায় না হলে আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় রেল বন্দর বাস্তবায়ন কমিটির আয়োজনে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা রা।

বিক্ষোভ মিছিল পরবর্তী শেষে পরিষদের পক্ষ থেকে আগামী ৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১০:৩০ হতে দুপুর ১২:৩০ পর্যন্ত অবস্থান ধর্মঘট এবং ৫ মার্চ শনিবার সকাল ১০টা হতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ; চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন,নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ ঝালু খান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সহ-সভাপতি সাবিহা শবনম কেয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, বিএনপি নেতা আসাদুল্লাহ আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন বিশ্বাস, রেল বন্দর বাস্তবায়ন কমিটির নেতা ইয়াহিয়া খান রুবেল, পারভেজ শেখ, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের শাহরিয়ার জামান আনসারী, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয়, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল হক, সাধারণ সম্পাদক তাসরিফ আহমেদ, রহনপুর ইউসুফ আলী কলেজ ছাত্রলীগের সভাপতি দুরুল হোদা, সাধারণ সম্পাদক মুরসালিন আলীসহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন