

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেল স্টেশন কে পূর্নাঙ্গ রেল বন্দর ও এলসি স্টেশন স্থাপনের দাবিতে সর্বদলীয় মুক্ত আলোচনার আয়োজন করে রহনপুর রেল বন্দর বাস্তবায়ন কমিটি।
শনিবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
মুক্ত আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে পূর্নাঙ্গ রেল বন্দর বাস্তবায়ন কমিটি গঠন ও বাস্তবায়নে রুপরেখা প্রনয়ন করা হয়।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু , গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বাইরুল ইসলাম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমদ, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি গোলাম কিবরিয়া হাবিব, জেলা পরিষদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, বিএনপি নেতা এনায়েত করিম তৌকি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী নেতা নাজমুল হুদা।
মুক্ত আলোচনায় বক্তারা রহনপুরকে পূর্নাঙ্গ রেল বন্দর বাস্তবায়নে নিজ নিজ জায়গা থেকে কাজ করার অঙ্গীকার ও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।