রহনপুরে পূর্নাঙ্গ রেল বন্দর স্থাপনের জন্য রেলমন্ত্রীকে ডিও লেটার দিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান
বিশেষ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরে অতিদ্রুত পূর্নাঙ্গ রেল বন্দর স্থাপনের আবেদন জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ডিও লেটার প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি(ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান।
২০ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় রেল ভবনে মাননীয় রেল মন্ত্রী অসুস্থ থাকার কারণে তাঁর পিএস এর নিকট রহনপুর রেল বন্দর বাস্তবায়ন ও লোকাল ট্রেন চালুর দাবিতে পৃথক দুইটি ডিও লেটার হস্তান্তর করা হয়।
দীর্ঘদিন থেকে রহনপুর বাসীসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসী দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে। এরি মধ্যে রহনপুর রেল বন্দর আমনুরা বা সোনামসজিদে স্থাপিত হওয়ার কথা শোনা গেলে আবারও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন কর্মসূচির পালন করছে রহনপুর সহ গোমস্তাপুর উপজেলার ছাত্র জনতা।
সম্প্রতি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সোসাল মিডিয়ায় রেল বন্দর স্থাপনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুঃ জিয়াউর রহমান কে তার বরাবর ডিও লেটার প্রদান করতে বলেন।