রহনপুরে বিএনপি’র ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিএনপির ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা অব্যাহত রয়েছে।

রোববার (২৫ আগষ্ট) সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল ইসলাম সেন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন।
বক্তব্য রাখেন রহনপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম।

৪নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন