গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ব্যবসায়ি নেতা ও ক্রীড়া ব্যক্তিত্ব আতাউর রহমান কাজল মার্চেন্টের দাফন বুধবার সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুরে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে হুজরাপুর গোরস্থানে দাফন করা হয়।
এতে উপস্থিত ছিলেন; জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র তারিক আহমেদ ও গোলাম রাব্বানী বিশ্বাস, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, ব্যবসায়ী নেতা আফতাবউদ্দিন লালান ও আশরাফুল ইসলাম আশরাফ, রহনপুর স্টেশন বাজার সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেলসহ এলাকার সর্বস্তরের জনসাধারন।
উল্লেখ্য, মঙ্গলবার ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি স্ত্রী, ১পুত্র ও ১ কন্যা সন্তানসহ আত্নীয় স্বজন রেখে গেছেন।এছাড়া তিনি রহনপুর স্টেশন বাজার সমিতির সাবেক সম্পাদক ও রহনপুর ফুটবল দলের সম্পাদক ছিলেন।