গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ভোজ্য তেলের অবৈধ রাখায় মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে এক মুদি ব্যবসায়ীকে।
বুধবার বিকেলে একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত রহনপুর পুরাতন বাজারের পাইকারি মুদি ব্যবসায়ী মেসার্স ভোলা স্টোরের স্বত্বাধিকারী শ্রী ভোলানাথ সাহার গুদামে অবৈধভাবে মজুদ করা ১১৭ ব্যারেল ভোজ্য তেলের সন্ধান পায়। যার পরিমাণ ২৩ হাজার ৮শত ৬৮ লিটার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন জানান, খুচরা মুদি ব্যবসায়িদের তেল না পাওয়ার অভিযোগ ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীকে অবৈধ মজুদ রাখার বিষয়ে সতর্ক করে তাকে বর্তমান মূল্যে দ্রুত তেলগুলো বাজারজাত করার নির্দেশ প্রদান করা হয়।