রহনপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ গণমাধ্যমের বিরুদ্ধে ও নারী সমাজকে কটুক্তির অপরাধে ধর্ষণ মামলার আসামী নূর গংদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ, রহনপুর পৌর শাখা।

আজ বেলা ১১ টায় গোমস্তাপুর উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক টগর মোঃ সালেহ্, সভাপতি আনন্দ শংকর রায় চৌধুরী,মুক্তিযুদ্ধ মঞ্চ রহনপুর পৌর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল হক, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিলন।

মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা মুরশালিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ রহনপুর পৌর শাখার সভাপতি সাজেদুল আলম হিমেল।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা আহসানুজ্জামান হৃদয়, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা তুষার, মেহেদী ও শাকিল প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন