রহনপুরে মেয়র প্রার্থী হালিমা খাতুনের গণসংযোগ

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

গোমস্তাপুর প্রতিনিধিঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে রহনপুর পৌর এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থী মহিলা আওয়ামী লীগের জেলা সেক্রেটারি ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন গণসংযোগ করেছেন।

মঙ্গলবার সকালে রহনপুর ডাকবাংলা মোড় থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন জায়গায় গনসংযোগ করেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোই আলোচনা সভায় মিলিত হয়।

গণসংযোগ এর অংশ হিসেবে তিনি তার নিজস্ব কিছু লিফলেট জনসাধারণের মাঝে বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি হজিনুর বেগম, সদস্য শিরিন আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি তাহেরা খাতুন পলী, উপজেলা নারী উন্নয়ন ফোরাম সেক্রেটারি জাহানারা বেগম, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক তুষার রাজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন