রহনপুরে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, মে ২০, ২০২২

গোমস্তাপুর প্রতিনিধিঃ আসন্ন আম মৌসুমে ম্যাংগো স্পেশাল ট্রেনের প্রারাম্ভিক স্টেশন চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আম স্পেশাল ট্রেন চালু উপলক্ষে স্থানীয় আমচাষী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে রহনপুর স্টেশন প্লাটফর্মে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহীদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের সিওপিএস শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন-রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, চাঁপাই এগ্রো প্রডাক্টের ব্যবস্থাপক পরিচালক গোলাম মোহাম্মদ ফিটু, আমচাষী সমবায় সমিতির সভাপতি আফতাবউদ্দীন লালান, আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ও ব্যবসায়ী নেতা সাজ্জাদ আলী, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, অনলাইন আম ব্যবসায়ী পারভেজ শেখ প্রমূখ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় জোনের ডিসিও নাসিরউদ্দীন।

পরে জিএমকে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত বুকলেট প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন