

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ রহনপুর পৌরসভার মাদ্রাসাপাড়া নিবাসী রহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গতরাত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার সময় ইন্তেকাল করেন।”ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১মেয়ে , আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। । শুক্রবার সকাল ১১টার সময় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড দায়িত্বপ্রাপ্ত কমান্ডার গোমস্তাপুর মিজানুর রহমান,রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খান,বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খাঁন, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে উপজেলা নির্বাহী অফিসার পুষ্প অর্পণ করেন এবং গোমস্তাপুর থানার ওসি তদন্ত সেলিম রেজার নেতৃত্বে একটি চৌকস পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে জালিবাগান গোরস্থানে মরহুমের দাফন-সম্পন্ন করা হয়।