রহনপুরে রেলওয়ের অভিযানে সাত ব্যবসা প্রতিষ্ঠানে সিলগালা ও জরিমানা 

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৪টি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা ও ৩ টিকে জরিমানা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের ভ্রাম্যমান আদালত ।

সোমবার দুপুরে রহনপুর রেলস্টেশন ও কলেজ মোড় এলাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনার দায়িত্বে থাকা রেলওয়ের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামান জানান, রহনপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অভিযোগের প্রেক্ষিতে রহনপুর রেলস্টেশন বাজারের মেসার্স আশরাফ এন্ড সন্স, সেলিম ইলেকট্রনিক্সসহ ৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার ৭’শ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, স্থানীয় বিদ্যুৎ বিভাগের সহায়তায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেয়া হয়।

পোস্টটি শেয়ার করুন