রহনপুরে রেল বন্দর স্থাপনের দাবিতে রেলওয়ে জিএমের সাথে মতবিনিময় রেল বন্দর বাস্তবায়ন পরিষদের

Chapai Chapai

Tribune

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টশনে পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবিতে এবার বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় জোনের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদারের সাথে মতবিনিময় করেছেন সর্বদলীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ।

সোমবার দুপুরে রাজশাহী রেলভবন মিলনায়তনে রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দর স্থাপনের যৌক্তিকতার বিষয়ে বক্তব্য তুলে ধরেন নেতৃবৃন্দ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি (সভাপতি) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান চাঁপাই ট্রিবিউন কে বলেন, জনগণের দীর্ঘদিনের যৌক্তিক দাবি রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দর স্থাপনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য রেলওয়ে জিএমের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। তিনি রেল বন্দর স্থাপনের বিষয়ে আন্তরিক বলে জানান এবং রেলমন্ত্রীর সাথে যোগাযোগ রাখার জন্য বলেন। ইতিপূর্বে একাধিকবার আমি রেল বন্দর স্থাপনের জন্য ডিও লেটার প্রদান করি। সম্প্রতি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন মহোদয় আমাকে পূনরায় ডিও লেটার দিতে বললে আমি গত ২০ জানুয়ারি মন্ত্রণালয়ে নিজে উপস্থিত থেকে ডিও লেটার প্রদান করি। আমি আশাবাদী খুব দ্রুত এলাকার জনগণের বহুল কাঙ্খিত দাবি পূরণ হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন রেজা, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভোলাহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দবির উদ্দিন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামালউদ্দিন মন্ডল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বাইরুল ইসলাম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, সিএন্ডএফ এজেন্ট আলহাজ্ব সেতাবউদ্দিন, নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ মাসুদ,রহনপুর ষ্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল, রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, গোমস্তাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, রহনপুর পূর্ণভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েলসহ গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট তিন উপজেলার জন প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে গত ২২ জানুয়ারি রহনপুরে সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন