

নিজস্ব প্রতিবেদকঃ স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের মিলনমেলা -২০২০ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাই নবাবগঞ্জ জেলার রহনপুরে ২৯ জুলাই বুধবার সংগঠনের সদস্যদের নিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
রহনপুর স্টার শিশু পার্কে বুধবার দিনব্যাপী আয়োজনে দুপুরের খাওয়া দাওয়ার পর সদস্যদের নিয়ে আলোচনা সভায় সংগঠনের সভাপতি তাসরিফ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হামিদা হাসান নিলু, কাজল পারভেজ, ইলিয়াস কুদ্দুস।সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে লটারি ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, তারুণ্য ২০১৭ সালে একঝাঁক উদ্যমী ও শিক্ষিত তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম,ছিন্নমুল পথশিশু ও এতিম বাচ্চাদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে।